মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ রোববার (১২ অক্টোবর) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছেন। তারা বলছেন, অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন; আসবে কর্মবিরতির মতো ঘোষণাও।
শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা। অফিসের বাইরেও দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করছেন। এ অবস্থায় ঢাকায় শিক্ষকদের আন্দোলনে কিছুটা অস্বস্তিতে পড়েছেন তারা।
শিক্ষক-কর্মচারীরা বলছেন, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্রে তারা ক্ষুব্ধ। এর ফলে আজ রোববার সারা দেশ থেকে লক্ষাধিক কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ফলে আজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান স্বাভাবিক হবে নাকি স্থবির থাকবে—এ নিয়ে দোটানায় আছেন শিক্ষার্থীরা। সবমিলিয়ে পরিস্থিতি কিছুটা উদ্বেগের বলে মনে করছেন তারা।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ। এমন অবস্থায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে রোববার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন