জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার নেতৃত্বে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
২৫ সদস্য বিশিষ্ট জোটে শিবিরের পদধারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির পাশাপাশি জুলাই যোদ্ধা, দৃষ্টি প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি রয়েছে।
প্যানেলে যারা আছেন:
সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব।
সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও বিএনসিসি জাবি প্লাটুনের সিইউও মাজহারুল ইসলাম।
যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) ছাত্র পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের ফিরদৌস আল হাসান, আর এজিএস ছাত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও জাবি প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আয়েশা সিদ্দিকা মেঘলা।
শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্সের শাহরিয়ার, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শফিউজ্জামান শাহীন, সহক্রীড়া সম্পাদক হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান এবং গণিত বিভাগের শিক্ষার্থী লুবনা মনোনীত হয়েছেন।
তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে রয়েছেন ফার্মেসি বিভাগের রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা সম্পাদক পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম, সহসমাজসেবা সম্পাদক পদে তৌহিদ ও নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হোসনে মোবারক, পরিবহণ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া তিনজন কার্যকরী সদস্য (ছাত্র) এবং তিনজন কার্যকরী সদস্য (ছাত্রী) পদেও বিভিন্ন ব্যাচের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীও মনোনয়ন পেয়েছেন।
জোটের প্রার্থী ঘোষণা শেষে জাবি ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটে জুলাই যোদ্ধা, নারী ও আহত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন মত, পথ, চিন্তা এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি রয়েছে। আমাদের জোট জয়লাভ করলে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস সংরক্ষণ করবে, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ বৃদ্ধি করবে, আবাসিক হলের মানোন্নয়ন, প্রাণ প্রকৃতি রক্ষায় মাস্টার প্ল্যান প্রণয়ন ও পরিবহণ উন্নয়নে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।’
জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘বিগত সময়ে ফ্যাসিবাদীরা শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠকে ভয় পেত তাই ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল। আমরা সকল ঘরনার শিক্ষার্থী মিলে এই 'সমন্বিত শিক্ষার্থী জোট' থেকে ঘোষণা দিচ্ছি, আমরা সকল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, আমরা সকল শিক্ষার্থীদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যা বলতে চাই, তাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই এবং তা কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই। আশাবাদ রাখছি আমরা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারব, তাদের সমর্থনের দ্বারা একটি সুন্দর ক্যাম্পাস ও বাংলাদেশ গঠন করে তাদের পাশে দাঁড়াতে পারব।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন