নানা উত্তেজনা মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং হল সংসদের নির্বাচনের জন্য প্রথম দিনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।
পোষ্যকোটা পুনর্বহালসহ ৮ দফা দাবিতে দিনব্যাপী ধর্মঘট কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ১০টা থেকে রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, শিক্ষক-কর্মকর্তাদের এই আন্দোলনের প্রতিবাদে বিভিন্ন হলের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে এক প্রকারের উত্তেজনা বিরাজ করে ক্যাম্পাসে। পরে দুপুর সোয়া ১টার দিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ থেকে আগামী মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হচ্ছে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সেতাউর রহমান বিকেল সাড়ে ৩টার দিকে বলেন, ‘আজকে সারাদিন সুন্দর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।’
হল সংসদের মনোনয়ন ফরম বিতরণের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন হামিদ বলেন, ‘আমাদের হলগুলোতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রার্থীরা চাইলেই মনোনয়ন ফরম গ্রহণ করতে পারবেন।’
অন্যদিকে, আন্দোলনরত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘আমাদের দাবির সঙ্গে রাকসুর সঙ্গে কোনো বিরোধ নাই। আমরা চাই, দীর্ঘ অচলাবস্থা ভেঙে রাকসু নির্বাচন হোক। আমাদের সঙ্গে প্রশাসন আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়ায় আজকের কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে আগামী দিনে আমাদের কর্মসূচি থাকবে কিনা তা রাতে আমরা সবার সঙ্গে সিদ্ধান্ত নেব।’
পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনের প্রতিবাদে অন্তত পাঁচটি হলের সামনে এবং ক্যাম্পাসে কয়েকটি বিচ্ছিন্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। হলগুলো হলো- সৈয়দ আমীর আলী, নবাব আব্দুল লতিফ, শাহ্ মখদুম হল, মতিহার হল ও শহীদ শামসুজ্জোহা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন