চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে৷ কিন্তু এ ধাপেও কলেজ পাননি ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া এক হাজার ৪১৮ জন রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ফল বিশ্লেষণে দেখা যায়, দ্বিতীয় ধাপে এক লাখ ৯৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেন। এ ছাড়া আগের ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবেদনও তাতে যুক্ত হয়। সবমিলিয়ে দ্বিতীয় ধাপে নির্বাচিত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৩০৬ জন।
ভর্তি কমিটির তথ্যমতে, আবেদন করা ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছেন। বাকি ১ শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পাননি। দেশের বৈধ ৯৫ শতাংশ কলেজই শিক্ষার্থী পেয়েছে। বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এ ছাড়া প্রথম ধাপ শেষে ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন করে নতুন কলেজ পেয়েছেন।
অধ্যাপক রিজাউল হক জানান, শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ শেষ হয়েছে ২৫ আগস্ট। এ ধাপে সুযোগ পান মূলত যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি অথবা আবেদন করেও মনোনয়ন পাননি কিংবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন।
গত ২০ আগস্ট রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন