ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভোট।
এ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকেই বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিষেধাজ্ঞার পর রাত পৌনে ১১টার দিকে এক তরুণ নকল আইডি কার্ড তৈরি করে ঢাবি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ যৌথভাবে তাকে আটক করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, আটককৃত ওই বহিরাগতকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাত ১২টার দিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, ভুয়া আইডি কার্ড ঠেকাতে নীলক্ষেত এলাকায় অভিযান চলছে।
এর আগে সন্ধ্যায় ডাকসু নির্বাচনকে ঘিরে জাল আইডি কার্ড বানানোর বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাংবাদিকদের বলেন, “আমরা এ বিষয়ে তথ্য পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলছে।”
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন