ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, ছাত্রদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা শুরু করতে চাই। এখানেই জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সঙ্গে আমরা শেষ করেছি। মুক্তিকামী ছাত্র-জনতাসহ সবার কাছে দোয়া চাই। শিক্ষার্থীরা যেকোনো সময় আমাদের প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হলো কাজ করা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারে জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন ডাকসু ভিপি।
নির্বাচনে জয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল এ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের পথচলা শুরু করেছে। তবে ছাত্র সংসদের মূল কাজ দায়িত্ব গ্রহণের পর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সাদিক কায়েম।
ভিপি বলেন, ছাত্ররা প্রশ্ন করবে, আমরা কাজ করব। আমাদের সময় আছে এবং সেই সময়ের মধ্যে শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাসকে সাজানোর পরিকল্পনা রয়েছে। আমাদের লক্ষ্য স্বপ্নের ক্যাম্পাস গঠন করা।
তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তারা আমাদের পথ দেখিয়েছে। শহীদদের আমানত হলো বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। সেই স্পিরিট পুনর্জাগরণের জন্য আমরা শহীদদের কবর জিয়ারত করেছি এবং তাদের পরিবারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। জুলাই শহীদদের পরিবারই আমাদের পরিবার।
ভিপি আরও জানান, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের উদ্দেশ্য। দুই হাজারেরও বেশি শহীদদের প্রত্যাশা বাস্তবায়ন আমাদের প্রধান লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা বৈষম্যহীন বাংলাদেশের চমৎকার উদাহরণ তৈরি করতে চাই, যা সারা দেশে ছড়িয়ে যাবে।
এ সময় সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী এস এম ফরহাদ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাজ আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর শুরু হবে। এর আগে আমাদের প্যানেলের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি। এখানে শতাধিক কবরের জুলাই শহীদ অনির্ধারিত। ৭১-এর শহীদদেরও কবর জিয়ারত করব। এরপর থেকেই প্যানেলের কার্যক্রম শুরু হবে।
ফরহাদ বলেন, সবার সঙ্গে কথা বলব। কার্যক্রম কখন শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জুলাই শহীদদের যে আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে, তা সুন্দর ক্যাম্পাস গড়ার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রক্ষার মাধ্যমে তা ধারাবাহিক রাখা হবে।
এ সময় সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত মুহিউদ্দিন খানসহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন