জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নারী ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের ভোটকেন্দ্রে কয়েকজন সাংবাদিক প্রবেশ করতে গেলে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়।
সাংবাদিকদের দাবি, নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ড থাকা সত্ত্বেও তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারেননি। এ ঘটনা কেন্দ্রের স্বচ্ছতা নিয়ে ভোটার, সাংবাদিক ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
তদন্তকালে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময় সকাল ৯টা হলেও ১০ নম্বর ছাত্রী হলে তখনও ভোটগ্রহণ শুরু হয়নি।
ফজিলাতুন্নেসা হলের সামনে উপস্থিত সাংবাদিক আলভী বলেন, সকাল ৯টার দিকে আমরা নারী ভোটকেন্দ্রে প্রবেশ করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন আমাদের বাধা দেয়। অথচ আমাদের সঙ্গে বৈধ পরিচয়পত্র ছিল। কেন্দ্রের ভেতরের পরিস্থিতি জানার সুযোগ পাচ্ছি না, যা সাংবাদিকতার জন্য বড় বাধা।
এ বিষয়ে ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, সাংবাদিকরা যদি ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারেন, তাহলে স্বচ্ছ নির্বাচন কেমন হবে? সব কেন্দ্র সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখতে হবে। না হলে জনগণ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, সাংবাদিকদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। নির্বাচন কমিশনের পরিচয়পত্র থাকলে তারা নিয়ম মেনেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য নারী সাংবাদিকদের যাওয়ার পরামর্শ দিয়েছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন