জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘ঐক্য ফোরাম’-এর জিএস প্রার্থী আবু তৌহিদ সিয়াম বলেছেন, ভোটারদের সম্মান বজায় রেখে তারা নির্বাচন বর্জন করছেন না। তবে, তিনি অভিযোগ করেছেন প্রশাসন সবসময় নির্বাচন বানচালের চিন্তায় ছিল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তৌহিদ সিয়াম বলেন, নির্বাচনের পোলিং এজেন্ট, অবজারভার এবং প্রার্থীদের আইডি কার্ড সংক্রান্ত তথ্য সর্বশেষ মুহূর্তে জানানো হয়েছে। পাশাপাশি ডোপ টেস্ট, নির্বাচনের কয়েক দিন আগে ভিপি প্যানেলের প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়া ইত্যাদি ঘটনায় তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।
তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এবং অপরিপক্কতার পরিচয় দিয়েছে। এই নির্বাচন আয়োজনের জন্য কমিশন মোটেও প্রস্তুত ছিল না।’
তৌহিদ সিয়াম আরও জানান, ৩৩ বছরের জাকসু নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষার চেয়ে একটি ‘ব্যাড ইলেকশন’ হলেও গণতান্ত্রিক ধারার প্রচলন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ভোটারদের প্রতি সম্মান দেখিয়ে আমরা নির্বাচন বর্জন করছি না। নির্বাচনের প্রত্যেকটি ভুলের দায়ভার নির্বাচন কমিশনের।’
জাকসু নির্বাচনের এই প্রার্থী বলেন, যারা নির্বাচন বর্জন করেছে, তার দায়ভারও নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে তাদের প্রতি তাদের সহানুভূতি ও সমর্থন রয়েছে।
নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে কি না বা পুনর্নির্বাচনের দাবি আছে কি না—এ বিষয়ে তৌহিদ সিয়াম মন্তব্য করেন, ‘প্রশাসনের পুরো সময়ই ইচ্ছা ছিল জাকসু বানচাল করা। এরপরও জাকসু শুরু হলো, তাকে সাধুবাদ জানাই। নির্বাচনের যে ফলই আসুক, আমাদের প্যানেল তা মেনে নেবে।’