জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ভোট গণনা শেষ হওয়ার তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।
তিনি জানান, ‘ভোট গণনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফল ঘোষণা করা হবে আজ সন্ধ্যায়।’
প্রায় তিন দশক পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে অংশ নিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন