সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে একটি ভোট পেয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্জন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম।
নির্বাচনের ফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ জন প্রার্থীর মধ্যে নির্জন একমাত্র একটি ভোট পেয়েছেন। ভিপি পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণবিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. নির্জন ০৯নং ব্যালটে একটি মাত্র ভোট পান। নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৭৬১ জন।
জানা যায়, নির্জন গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া তিনি গণবিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণবিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণবিশ্ববিদ্যালয় (গবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয় সেখানে সভাপতি হন নির্জন।
এর আগে গকসু নির্বাচনের তপশিল অনুযায়ী ভিপি পদে প্রতিদ্বন্দ্বী করার জন্য মনোনয়ন নেন নির্জন। তবে নির্বাচনের আগের দিন বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে একটি ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত/পারিবারিক সমস্যার কারণে আমি স্বেচ্ছায় আমার প্রার্থিতা থেকে অব্যাহতি ও প্রার্থী প্রত্যাহারের জন্য আবেদন করেছি নির্বাচন কমিশনার বরাবর কিন্তু তারা ভুলবসত আমার ব্যালট নং ছাপিয়েছে। তাই আমি আমার শুভাকাঙক্ষীদের অবগত করে রাখলাম। যদিও গকসু নির্বাচনে কোনো দলীয় প্যানেল ঘোষণা করা হয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন