শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০১:১৬ পিএম

ক্ষমতায় এলে ‘ভাঙাচোরা’ শিক্ষাব্যবস্থা আর রাখা হবে না : জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০১:১৬ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে দেশসেবা ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে তিনটি প্রধান বিষয়ে অগ্রাধিকার দিবে শিক্ষা সংস্কার, কর্মভিত্তিক মর্যাদা নির্ধারণ ও দুর্নীতিমুক্ত সরকারি সেবা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) বার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে তিনি এসব অঙ্গীকার করেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না; ইনসাফের ভিত্তিতে প্রত্যেকের পাওনা সরাসরি তার হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের প্রধান তিনটি কমিটমেন্ট প্রথমে ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা বদলানো হবে; এমন শিক্ষা দেব না যা অনৈতিকতা তৈরি করে বা মানুষকে দুর্নীতিপরায়ণ করে। আমরা এমন শিক্ষা দেব যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে এবং সম্মান শেখায়।’

শিক্ষা খাতে তার পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, নৈতিক ও বৈষয়িক পাঠ্যকে সমন্বিত করে কর্মদক্ষতা বাড়াতে হবে যাতে পাঠ্য শেষ করে শিক্ষার্থী কাজ পায় অথবা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে অর্থাৎ বেকারত্ব কমানো হবে।

দ্বিতীয় অঙ্গীকার হিসেবে জামায়াত আমির বলেন, রাষ্ট্র যাকে মর্যাদা দেবে তা ডিগ্রি নয়, কর্মের ভিত্তিতে কাজের মূল্য- মানুষের মর্যাদা নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘শুধু সার্টিফিকেট কিংবা ডিগ্রির ওপর ভিত্তি করে কারো মর্যাদা নির্ধারণ চলবে না; বারবার প্রযুক্তি, দক্ষতা ও কাজের ভিত্তিতেই মূল্যায়ন হবে।’

তৃতীয় অঙ্গীকার হিসেবে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘দুর্নীতির জোয়ার কেটে দেওয়া হবে। সেবা প্রদানে যে ডেপ্থ ও ওয়েট থাকছে, সেই অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে যাতে সেবা দেওয়া ও দায়বদ্ধতা সমানুপাতে পুরস্কৃত হয়।’ এ কথা বলায় সভায় অনেকেই আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় তিনি স্পষ্ট করেন যে, এগুলো কার্যকর করতে হলে রাজনৈতিক দৃঢ়তা, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সমঝোতার প্রয়োজন হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষের জীবনে সুশাসন, দক্ষ কর্মসংস্থান ও ন্যায্য সুযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) অভিজ্ঞরা; আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সদস্য এবং অতিথিরা মতামত ব্যক্ত করেন।

Link copied!