চট্টগ্রামের পটিয়ায় আবারও দুই ঈগল বাস দুর্ঘটনার শিকার হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার কাগজীপাড়া গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন নোয়াখালী জেলার সুমন (৩৩), চন্দনাইশ এলাকার মাশেদা (২৩), সিলেট জেলার সাইফুদ্দিন (২৫), চট্টগ্রাম তুলাতলী এলাকার নেছার (৪৫), সিলেট জেলার জুনায়েদ (২৭), নোয়াখালী জেলার আবদুল বারেক (৪০), পটিয়ার ছনহরার আবু তাহের (৬০), চট্টগ্রাম তুলাতলী এলাকার মোস্তফা (৩৮)। আহতরা পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। এর মধ্যে মো. নেছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস পটিয়া কাগজীপাড়া এলাকায় পৌঁছলে সামনে থাকা আরেকটি ঈগল বাসকে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা বাসের ৮ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। তবে গাড়ি চলাচলে স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি জসীম উদ্দীন জানান, একটি বাস আরেকটি বাসের পেছনে লাগিয়ে দেওয়ায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন