আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। পর্যটন সম্ভাবনাকে আরও জোরদার করা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।
শনিবার (২৭ সেপ্টম্বর) সকালে সার্কিট হাউস চত্বরে এক উৎসবমুখর পরিবেশে সাইকেল র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে বন্দরবাজার, শিবগঞ্জ, টিলাগড় ও শাহী ঈদগাহ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউসে এসে শেষ হয়। এতে অংশ নেন শতাধিক সাইক্লিস্ট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি, সকাল ১১টায় সারদা হলে আলোচনা সভা, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সারদা হল প্রাঙ্গণে পর্যটন মেলা, বিকেল ৩টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, সিলেটের অপার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন আকর্ষণগুলোকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতেই এই কর্মসূচির আয়োজন। পাশাপাশি, পরিবেশ সচেতনতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে টেকসই পর্যটনের পথে অগ্রসর হওয়ার লক্ষ্যও রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন