শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৫২ পিএম

বিএনপিকে আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায়: আমীর খসরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৫২ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি- সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি- সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে নতুন ধারণা এবং দূরদৃষ্টি অপরিহার্য। বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায়। তিনি বলেন, ‌‌‘আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে দেশের উন্নয়ন এবং রাজনীতিকে সঠিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইমিং মিন কার্নিভালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে রাজনীতিতে ভিশন থাকতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। “যদি দেশের মানুষের মনোজগতে পরিবর্তন আসছে তা আমরা ধারণ করতে না পারি, রাজনীতি দীর্ঘমেয়াদে টিকবে না।’

আমীর খসরু স্পোর্টসকেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিক যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে, এজন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। এটি দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টসের মাধ্যমে তাদের আন্তর্জাতিক পরিচিতি তৈরি করেছে। এটি সফট পাওয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ।’

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে দেশে স্পোর্টস উন্নয়নের জন্য বিভিন্ন সুইমিং, ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ভবিষ্যতে দেশের প্রত্যেক অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপন করা হবে, যেখানে সব বয়স ও যোগ্যতার মানুষ অংশগ্রহণ করতে পারবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে স্পোর্টসকে আন্তর্জাতিক মানের পরিচিতি দেওয়ার জন্য কাজ করব। দেশের মানুষের জন্য এটি বড় সুযোগ এবং সবার সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান ছিলেন সহ-আয়োজক।

Link copied!