গণঅভ্যুত্থানের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অভিযোগের দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠাতেও তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেন উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী।
আদেশে বলা হয়, পদত্যাগের অভিযোগ তদন্তাধীন থাকলেও অনেক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। তদন্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা চালু রাখতে হবে এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া, কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি বেতন চালুতে বাধা দেন, তাদের বিরুদ্ধেও বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারির এক নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগের ঘটনায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এখনো তদন্ত প্রতিবেদন না আসায় আবারও দ্রুততার সঙ্গে তা পাঠানোর জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে মন্ত্রণালয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন