রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ প্রবেশপথ বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।
তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে নির্বাচনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান উপাচার্য।
উপাচার্য বলেন, ‘নির্বাচনের দিন পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ক্যাম্পাসে অবস্থান করবেন। এ ছাড়া বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে আলোচনা চলছে, যেন প্রয়োজনে তারা দ্রুত এসে সহায়তা করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। বর্তমানে ক্যাম্পাসে আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আশা করছি, নির্বাচনের দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে।’
উপাচার্য জানান, রাকসু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন