দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২০২৫ মাসের বিল সাবমিটের জন্য নতুন লিংক দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২৬ অক্টোবর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হচ্ছে। জুলাই-২০২৫ পর্যন্ত মাসের এমপিওর অর্থ সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
আগস্ট-২০২৫ মাস থেকে ইএফটি ব্যবস্থায় বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা https://apps.emis.gov.bd লিংকে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বিল সাবমিট করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি অনুযায়ী প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানের এমপিও তালিকায় থাকা কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিত থাকলে সেই অনুযায়ী বিল সাবমিটে সংশ্লিষ্ট পরিবর্তন উল্লেখ করতে হবে।
প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে পাঠানো হবে। ভুল তথ্যের কারণে কারও বেতন প্রেরিত না হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
এমতাবস্থায় আগামী ২৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে অক্টোবর মাসের এমপিও বিল সাবমিট করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251025200122.webp) 
                                                                                    -Administration-Building-20251025195630.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -Tower-in-Gopalganj-20251020201015.webp) 
       -20251019140621.webp) 
        
        
        
        
       -20251020114155.webp) 
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন