জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ডিসেম্বরের প্রথমার্ধে আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৫ নভেম্বর ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কিন্তু ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর, যা তাদের মতে সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় ছাত্রফ্রন্ট।
ছাত্রফ্রন্ট নেতারা বলেন, ‘আমাদের প্রাণের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয় একের পর এক সংকটের মুখোমুখি হয়েছে। এখনো আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মানসম্মত খাবারের মতো মৌলিক চাহিদাগুলো পূরণ হয়নি। পুরান ঢাকার কষ্টসাধ্য পরিবেশে শিক্ষার্থীরা নানান সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আত্মহত্যার ঘটনা বাড়ছে, আবার টিউশন পড়াতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জোবায়েদ হত্যার বিচারও এখনো হয়নি।’
তারা অভিযোগ করেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর নির্বাচন আয়োজন একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। ডিসেম্বর মাস বছরের শেষ সময়, যখন অধিকাংশ শিক্ষার্থী একাডেমিক চাপ ও টিউশন শেষে বাড়িতে চলে যান। ফলে নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ সীমিত করার উদ্দেশ্যেই এই সময় নির্ধারণ করা হয়েছে বলে আমরা মনে করি।’
ছাত্রফ্রন্ট আরও জানায়, ডিসেম্বরের শেষার্ধে জাতীয় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিতে পারে। তাই জকসু নির্বাচনের তারিখ ওই সময় নির্ধারণের কোনো যুক্তিযুক্ত কারণ নেই।
তারা বলেন, একটি সুস্থ ও সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। প্রতিষ্ঠার পর এটিই প্রথম জকসু নির্বাচন, যা সংকটে জর্জরিত এই ক্যাম্পাসের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা রাখে। তাই প্রশাসন যদি সত্যিকার অর্থে শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে, তবে দায়িত্বশীল ভূমিকা নিয়ে নির্বাচনের তফসিল পুনর্বিবেচনা করতে হবে।
সংগঠনটি জকসু নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথমার্ধে এগিয়ে আনা এবং নির্বাচনের সময় ভোটার ও প্রার্থীদের সুবিধার্থে সকল পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন