এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) বিদায়ী ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ) বিকেল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে বর্ণাঢ্য এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। অধ্যাপক নূরুল ইসলামের প্রশাসনিক দক্ষতা, নিষ্ঠা এবং শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করে তিনি বলেন, ‘এইউবির উন্নয়নযাত্রায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান, উপাচার্য, এইউবি। তিনি অধ্যাপক নূরুল ইসলামের সততা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার উদাহরণ বিশ্ববিদ্যালয়ের জন্য অনুসরণযোগ্য বলে উল্লেখ করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং এইউবির সিন্ডিকেট সদস্য ড. মো. নূরুল ইসলাম। তিনি এইউবির সঙ্গে কাটানো সময়ের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ জাফার সাদেক বিদায়ী ট্রেজারারের দীর্ঘদিনের অবদান ও পেশাগত সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল। এছাড়া বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার জনাব এম. এ. মোতালেব চৌধুরী, অধ্যাপক শিরিন আক্তার ও অধ্যাপক জাকির হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


-20251110224702.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন