রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০২:০১ পিএম

শিক্ষার্থীদের অবরোধে বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০২:০১ পিএম

শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখে। ছবি: রূপালী বাংলাদেশ

শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখে। ছবি: রূপালী বাংলাদেশ

৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে রেললাইন-সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন।

এরপর বেলা ১১টায় রেল অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস আটকে দেন। এর ফলে ঢাকা থেকে ময়মনসিংহগামী রেল চলাচল বন্ধ হয়ে যায়।

বাকৃবি শিক্ষার্থী মো.আশরাফুল বলেন, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের বিসিএস লিখিত পরীক্ষাগুলোতে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো। সেখানে এ বছর শুধুমাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শিক্ষার্থীরা জানান, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামিনি। পিএসসিকে এটি মানতেই হবে। যতক্ষণ পর্যন্ত পিএসসি সময় পরিবর্তন না করছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।

আরেক শিক্ষার্থী মেহরাজ বলেন, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করে তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।

ট্রেনের এক যাত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে জনদুর্ভোগ যাতে না হয়, সেই দিকেও তাদের নজর দিতে হবে। তাদের দাবি-দাওয়া প্রশাসনের সাথে আলোচনা করে সমাধান করতে হবে। প্রায় দুই ঘণ্টা যাবৎ ট্রেনে আটকে আছি যা বিরক্তিকর।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। শিক্ষার্থীদের আন্দোলনে রেলপথ অবরোধ থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আশা করি আলোচনা শেষে খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!