বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ২৩৭ জন ভোটারের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন মোট ১০ জন।
সভাপতি পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোশাররফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পান ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে বিজয়ী হন আরিফ হোসেন শান্ত। তার প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ-আর রাফি পান ১০৩ ভোট। এদিকে সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭১ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ও কেন্দ্র ঘোষিত নির্বাচন কমিশনের সদস্য সাইফুল আলম বাদশা। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান প্রিস এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিম।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন