জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘ইয়ুথ জার্নালিজম ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) আয়োজিত এই কর্মশালার দুটি পৃথক সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার এন. এ. সিদ্দিকী জুয়েল এবং মাল্টিমিডিয়া রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার সুমনা মোস্তফা।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান, বর্তমান সভাপতি জিহাদুজ্জামান জিসান, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শিক্ষানবিশ সদস্যরা।
প্রথম সেশনে এন. এ. সিদ্দিকী জুয়েল সংবাদ নির্বাচন, কোন বিষয় নিয়ে সংবাদ তৈরি করা উচিত, কার্যকর শিরোনাম নির্মাণ, তথ্য সংগ্রহের কৌশল এবং রিপোর্টিংয়ে তথ্যের নির্ভুলতা রক্ষা—এসব বিষয়ে আলোচনা করেন। তিনি মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, সোর্স গঠন এবং সংবাদকে পাঠকবান্ধবভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
দ্বিতীয় সেশনে সুমনা মোস্তফা মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস মড্যুলেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপনার কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি নিউজ প্রেজেন্টেশনে স্বরের উচ্চতা ও ওঠানামা কীভাবে একটি উপস্থাপনাকে আরও প্রাণবন্ত করে তা হাতে কলমে প্রদর্শন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করতে সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তথ্যপ্রযুক্তির এই সময়ে সত্য, নির্ভুলতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করা অত্যন্ত প্রয়োজন। প্রেসক্লাবের এমন উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন হিসেবে জাককানইবি প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় নতুন দিনের সাংবাদিকতা কেমন হওয়া উচিত এই বিষয়কে সামনে রেখে দুটি সেশন আয়োজন করা হয়েছে। আশা করি এই কর্মশালার মাধ্যমে সাংবাদিকরা আরও বেশি উপকৃত হবেন এবং তাঁদের ভবিষ্যৎ সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন