প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ে ভর্তি কার্যক্রম আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে। চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়টির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এই ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। বাস্তবায়ন প্রক্রিয়াধীন এই বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা-এই তিন ইউনিটে ভর্তি কার্যক্রম চলবে বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী।
ভর্তি আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো-https://collegeadmission.eis.du.ac.bd।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রদান করা যাবে।
২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি/সমমান পাস করা শিক্ষার্থীরা এই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রত্যাহার করলে ফি ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২২ আগস্ট শুক্রবার, বিকেল ৩টা-৪টা, বিজ্ঞান ইউনিটের ২৩ আগস্ট শনিবার, সকাল ১১টা-১২টা, ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৩ আগস্ট শনিবার, বিকেল ৩টা-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া, আগামী ১৭ আগস্ট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু এবং ২০ আগস্ট থেকে আসন বিন্যাস প্রকাশ করা হবে বলে জানানো হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন