রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আ.লীগপন্থি কিছু শিক্ষকের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে শাখা ছাত্রদল।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু করে সংগঠনটি। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগ-পুলিশের হামলায়’ সমর্থন দিয়েছিলেন, তাদের বিচারের আওতায় আনতেই তাদের এই কর্মসূচি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশের সন্ত্রাসী হামলায় সমর্থন দিয়েছেন তাদের বিচারের দাবিতে আমাদের আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি।’
আগামী ১৫ আগস্ট পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহের এই কর্মসূচি চলবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আগামীতে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘কিছু দুর্নীতিবাজ শিক্ষক ফ্যাসিস্টের দোসর হিসেবে সাহায্য করেছিলেন। তাদের বিচারের জন্য আমরা স্মারকলিপি ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছি। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সকল ফ্যাসিস্ট শিক্ষকদের অর্থায়নে বা স্বজনপ্রীতির কারণে জুলাই-আগস্টের চেতনা বিক্রি করে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের শুধু প্রতারণা উপহার দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আজকের এই কর্মসূচি থেকে পাওয়া শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে গত ৭ আগস্ট ছাত্রদল ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষকের ছবিসহ তালিকা প্রকাশ করে এবং তাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করে। সেদিনের কর্মসূচি থেকে আজকের গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন