ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে গাঁজার আসর বসানোর অভিযোগে চারজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে মুজিব হলের পুরাতন ভবনের ১০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আটকরা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। তারা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অধ্যাপক আখতারুজ্জামান জানান, আটকরা অন্য হল থেকে মুজিব হলে এসে তাদের এক বন্ধুর কক্ষে উপস্থিত হয়। সেখানে তারা গাঁজা সেবনের চেষ্টা করছিল, এমন অভিযোগ পাশের কক্ষের শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়। পরে দুজন আবাসিক শিক্ষক সেখানে উপস্থিত হয়ে তাদের কর্মকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় চারজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন