এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি কর্মসূচি নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি মাসে এই বদলি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সেটা আবার পেছাচ্ছে। বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ কারণে বদলির কাজে ব্যাঘাত ঘটবে। ফলে বদলির সফটওয়্যার তৈরি ও কার্যক্রম সময়মতো শুরু করা সম্ভব হবে না। তাই জানুয়ারি মাসে শিক্ষকরা বদলি নাও হতে পারেন।
সূত্রটি আরও বলছে, নির্বাচনের সময় বেসরকারি শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। এর মধ্যে তাদের বদলির বিষয়টি কঠিন হয়ে যাবে। তাই জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, ‘বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির পর বদলি কবে চালু করা যাবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। তবে আশা করা যাচ্ছে, মার্চ মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন বলে আশা করা যাচ্ছে।’
বছর ধরে একই প্রতিষ্ঠানে থাকায় শিক্ষকদের পরিবর্তনের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সফটওয়্যার তৈরির জটিলতা এবং আদালতের বাধার কারণে বদলির প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে। তবে সম্প্রতি টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এবার নির্বাচনের কারণে বদলি কার্যক্রম আবারও অনিশ্চিত হয়ে পড়ায় শিক্ষকদের মধ্যে অপেক্ষার চাপ আরও বেড়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় এই দিক থেকে পরিস্থিতি মনিটর করছে এবং নির্বাচন পরবর্তী সময়ে দ্রুত বদলির প্রক্রিয়া চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন