ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল—কেবল ভিপি পদে ফরম নিয়েছেন তিন নেতা।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর কবি জসীম উদদীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম বলেন, ‘আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’
এ দিন ডাকসু নির্বাচনে অংশ নিতে ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ এবং কবি জসীম উদদীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ অগাস্ট। সে হিসেবে মঙ্গলবারের মধ্যে প্যানেল ঠিক করে ফরম জমা দেওয়ার সুযোগ রয়েছে ছাত্রদলের।
আসন্ন ডাকসু নির্বাচনে আবিদ সহসভাপতি (ভিপি) ও হামীম সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
এদিকে, শেষ দিন ছাত্রদলের নেতাকর্মীরা সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেন। তবে সংগঠনটি এখনো প্যানেল ঘোষণা করেনি।
সোমবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্রদলের একাধিক নেতাকে পৃথকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়।
আবিদ ও হামীম ছাড়াও এ দিন ঢাবির ছাত্রদল নেতাদের মধ্যে বিএম কাউসার ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ অনেককে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আবিদুল ইসলাম খান আবিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। তবে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ডাকসুতে ছাত্রদলের প্যানেল গঠিত হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন