ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

দেখে নিন ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্রের নাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৪:০৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ডাকসু ভবন | ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা পড়েছে ৫০৯টি। তবে ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। একইদিনে ফলাফল ঘোষণা করা হবে।

এবারে নির্বাচনেও ভোটকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের হলে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও ভোটকেন্দ্র থাকবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রগুলো হলো:

কার্জন হল কেন্দ্র; ড. মুহম্মদ শহীদুল্লাহ হল; অমর একুশে হল; ফজলুল হক মুসলিম হল; শারীরিক শিক্ষা কেন্দ্র; জগন্নাথ হল; শহীদ সার্জেন্ট জহুরুল হক হল; সলিমুল্লাহ মুসলিম হল; ছাত্র-শিক্ষক কেন্দ্র; রোকেয়া হল; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র; বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল; সিনেট ভবন কেন্দ্র।

এ ছাড়াও স্যার এ এফ রহমান হল; হাজী মুহম্মদ মুহসীন হল; বিজয় একাত্তর হল; উদয়ন স্কুল এন্ড কলেজ; সূর্যসেন হল; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল; কবি জসীম উদদীন হল; ভূতত্ত্ব বিভাগ; কবি সুফিয়া কামাল হল; ইউ ল্যাব স্কুল এন্ড কলেজ; শামসুন নাহার হল।