ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ঢাবির পরীক্ষা পেছানোর দাবি সাদিক কায়েমের

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০১:৪০ পিএম
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানিয়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।

রোববার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

সাদিক কায়েম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। কিন্তু এই সময়ের মধ্যে অনেকে বিভাগের পরীক্ষা রয়েছে। কারো অ্যাসাইনমেন্ট, কারো প্রেজেন্টেশন এবং ফাইনাল-মিডটার্ম। কিন্তু নির্বাচন উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ ও প্রচার চলছে, সে কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের দাবি, সব পরীক্ষা যেন ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। এটা শিক্ষার্থীদেরও দাবি।

তিনি আরও বলেন, এর মধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনার বরাবর জানিয়েছে, তারাও যেন বিষয়টি আমলে নিয়ে পরীক্ষা পেছানোর ব্যবস্থা করে। যেহেতু সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং ডাকসুর মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে যাচ্ছে। তাই আমাদের দাবি, পরীক্ষাগুলো যেন পিছিয়ে দেওয়া হয়।

সাদিক বলেন, বিজনেস ফ্যাকাল্টির সমস্যা আছে। তাদের বসার জায়গা কম। লাইব্রেরি সংস্কার করব। বিজনেস ফ্যাকাল্টির খাবারের দাম অনেক বেশি। এখানে এক ধরনের বাণিজ্য করা হয়।

তিনি আরও বলেন,  ক্লাসে পাঠদানের কোয়ালিটি বাড়াতে হবে। শিক্ষকদের পড়াশোনার মান অনেক গা ছাড়া দেওয়া ভাব। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে। এখানে যে রাজনীতি করতে চায় এবং যে চায় না, সবাই সমান অধিকার ভোগ করবে।