ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মধ্যরাতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০২:৩৬ এএম
মধ্যরাতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

প্রকৌশল খাতে চলমান সঙ্কট সমাধানে সরকারের নীরব ভূমিকা ও কোরাম ভিত্তিক ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (ডুয়েট) শিক্ষার্থীরা। 

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিববাড়িতে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তৃতীয় শক্তির মদদ রয়েছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দুই পক্ষের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।

এদিকে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার’ পালিত হবে। এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন  আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ ।