ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু প্রার্থীর জন্য শুভেচ্ছা জানাল পাকিস্তানি ক্রিকেটার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:৪৯ এএম
ছবি- সংগৃহীত

আগামীকাল ডাকসু নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণার পর্ব। এমন সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার ও ঢাকা লিগ ক্রিকেটার মুহাইমেনুল ইসলাম তকির জন্য বিশেষ শুভেচ্ছা জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

রোববার (৭ সেপ্টেম্বর) মিসবাহ একটি ভিডিওতে এ বিশেষ শুভেচ্ছা বার্তা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার অনেক শুভকামনা রইল। আপনি একজন মেধাবী ক্রিকেটার ও ভালো মানুষ। ৯ সেপ্টেম্বর নির্বাচনে আপনার সফলতা কামনা করছি। সবাই আপনার পাশে রয়েছে। আমার দোয়া ও আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকবে। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

তকি সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের হয়ে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা লিগে সক্রিয় এই ক্রিকেটার জাতীয় স্পিন ক্যাম্পেও অংশ নিয়েছেন। মোট ১৩ জন প্রার্থীর মধ্যে তকির প্রতিযোগিতা চলে।

নির্বাচনকে ঘিরে তকি আলোচনায় এসেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে। ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘দুই ক্রিকেটার সরাসরি একজন প্রার্থীর পক্ষে বক্তব্য দিয়েছেন। খেলোয়াড়দের উচিত নিরপেক্ষ থাকা।’

এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে ৬২ জন নারী। ভোটার সংখ্যা প্রায় ৩৯,৭৭৫। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি শতাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।