ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বললেন বিএমইউ ভিসি 

এআইভিত্তিক স্মার্ট  হাসপাতাল গড়ে তোলা হবে 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:১৯ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আধুনিক চিকিৎসাব্যবস্থায় অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি স্মার্ট হাসপাতাল গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। এ উদ্দেশ্যে গতকাল সোমবার শহিদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বিভাগীয় চেয়ারম্যানদের মতবিনিময় সভার আয়োজন করে বিএমইউ কর্তৃপক্ষ।

সভায় ভিসি অধ্যাপক শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও সেবার ক্ষেত্রে বিএমইউ দেশের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সময়ের দাবি মেনে আমরা চাই প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। অটোমেশন, এআইভিত্তিক স্মার্ট হাসপাতাল, ডিজিটাল লার্নিং ও গবেষণার সুযোগ বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষক, গবেষক, চিকিৎসক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মেডিকেল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা অংশ নেন।

সভায় একাডেমিক কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ চিকিৎসা, ই-লগ বুক, ডি-নথি, ইভ্যালুয়েশন সিস্টেম, ব্লকইন্ড পরীক্ষা ও আইআরবি কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত চেয়ারম্যানরা বিশ্ববিদ্যালয়ের ভিশন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত এবং অবকাঠামো ও গবেষণা খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।