ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কলেজের সামনে আবর্জনার স্তূপ দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৪৯ এএম

পাবনার সুজানগর পৌর শহরের হোটেল ও দোকানপাটের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সামনে। এ কারণে দুর্গন্ধে নাক চেপে চলাচল করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের। শুধু তাই নয়, কলেজের সামনে ফাঁকা স্থানে প্রায়শই মাদকসেবীদের আড্ডায় নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা।

কলেজ শিক্ষার্থীরা জানান, গেটের সামনে সড়কটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে, অনেকে বমিও করেন। এতে পরিবেশ যেমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী দারিন ফারহা প্রিয়ন্তী বলেন, ‘প্রতিদিন নাকে কাপড় চেপে এ পথ দিয়ে কলেজে আসতে হয়। ময়লার কারণে কুকুরের উপদ্রবও বেড়েছে। এতে কুকুরের কামড়ের ভয় নিয়ে যাতায়াত করতে হয়। এ ছাড়া কলেজের সামনে অনেক বখাটে যুবক প্রায়ই আড্ডা দেয়। এতে আমরা চলাচলে নিরাপত্তাহীনতায় থাকি। স্থানীয়রা জানান, শুধু হোটেল নয়, বাজারের অনেক ব্যবসায়ীও নিয়ম না মেনে কলেজের সামনে ময়লা ফেলে। একই স্থানে প্রায় সবসময় মাদকসেবী বখাটেদের আড্ডা বসে। শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত এ পরিস্থিতি বন্ধের দাবি জানিয়েছেন।

পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন বাজারের ময়লা পরিষ্কার করে। কিন্তু ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার নির্দেশনা তারা মানছে না।’

কলেজ অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, ‘ছয় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে প্রতিনিয়ত দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে।’

সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি কে.এম. হেসাব উদ্দিন বলেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ পথচারীরা দুর্গন্ধ সহ্য করে এ পথ দিয়ে চলাচল করে থাকে। তাই সবার অসুবিধার কথা চিন্তা করে অতিদ্রুতই এ স্থানটিতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, হোটেল মালিক ও ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।