ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৪২ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও সাঘাটায় ঘটে যাওয়া ধর্ষণ ও অপহরণের ঘটনার প্রতিবাদে শহরের ডিবি রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখা আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে, গোবিন্দগঞ্জে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে চুল কেটে দিয়ে, এবং সাঘাটায় নববধূকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার করা হয়েছে। এ ছাড়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের এক কিশোরীকে অপহরণ করা হয়েছে। এসব ঘটনায় মামলা থাকলেও পুলিশের কার্যক্রম সন্তোষজনক নয়।

বক্তারা দাবি করেন, ধর্ষণ ও অপহরণের ঘটনা প্রতিরোধে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় সমাপ্ত হয়।