ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নারী আইনজীবীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৪৩ এএম

কুষ্টিয়া সদর উপজেলা মোড়ে শ্যামলী এন আর পরিবহনের একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে আসে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকা ও আরও দুইজন। স্থানীয়রা আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট সারিকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট সারিকা মারা যান।