শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রাইভেটকারে ভারতীয় মদ পাচারের সময় ৪৬ বোতল মদসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে এসব মদ উদ্ধার করা হয়। আটকরা হলেন- ময়মনসিংহের ফারুক (২৩), সেলিম (২০) ও গাজীপুরের রাহিম (৩০)। এ সময় সবুজ নামে আরেকজন পালিয়ে যায়। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, জব্দকৃত মদ ও গাড়ি থানায় রাখা হয়েছে। দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।