রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শাখা ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমান উল্লাহ খান।
প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ, সাধারণ সম্পাদক (জিএস) পদে উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার রাবি শাখার সাবেক সভাপতি আফরিনা আফরিন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ।
এ ছাড়াও তাদের প্যানেলে রয়েছেন শাখা ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীরা।
প্যানেলের ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম, সহ ক্রীড়া সম্পাদক রিদুয়ানুল হক ইমন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাতুল মাহমুদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মুবতাসিন ফুয়াদ ধ্রুব, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা আক্তার লাবণী, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফারহান লাবিব, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুহাইম তামিম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম যুবায়ের হাসান, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রমজানুল মোবারক, সহ বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন সজীব হোসাইন, ওয়াজিদ শিশির, মাহফুজুল ইসলাম নয়ন এবং আব্দুল হামিদ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন