ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পোলিং এজেন্টের কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভোটপ্রদান শেষে এ কথা বলেন তিনি।
উমামা ফাতেমা বলেন, পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। এতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, উদয়ন স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোটপ্রদান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।
ডাকসুতে এবার মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন