ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রের একটি বুথে আগেই ভোটপ্রদত্ত ব্যালট পেপার বিতরণের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, তার এক পরিচিত ভোটার ব্যালট গ্রহণের পর দেখেন, সেখানে আগেই ভিপি পদে শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদের পক্ষে ‘ক্রস’ দেওয়া রয়েছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনা ঘটার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো টিএসসি এলাকায়। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতেও দেখা যায় অনেককে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, আমার হাতে যে ব্যালটটি দেওয়া হয়েছিল, তাতে আগে থেকেই দুই প্রার্থীর নামে ভোট দেওয়া ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাই। এরপর তারা আমাকে নতুন ব্যালট সরবরাহ করেন।
এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানাকে ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন