ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

জহুরুল হক হলে সাদিক ৮৯৬, আবিদ ৩১৪

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:৫৯ এএম
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৮৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩১৪ ভোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর এ ফলাফল ঘোষণা করা হয়।

জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ৬৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হামিম পেয়েছেন ৪০৯ ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন ১৪০ ভোট।

এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৪ ভোট, যেখানে মায়েদ পেয়েছেন ২৮৭ ভোট।