ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বড় ব্যবধানে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। ১৪,০৪২ ভোট পেয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন।
এ বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ডাকসুতে ছাত্রশিবিরের একটি গুরুত্বপূর্ণ পদে প্রত্যাবর্তন ঘটল।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩,৮৮৪ ভোট এবং উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট পেয়েছেন।
নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘আপনারা আমাকে যেভাবে দেখেছেন, আমি এখনো সেভাবেই থাকব। ভিপি হওয়ার পর আমার মাঝে কোনো পরিবর্তন আসবে না।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। মতের ভিন্নতা থাকলেও সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই।’
সাদিক কায়েম আরও জানান, ‘নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তারা সবাই তার পরামর্শদাতা। তারা আমাদের দিকনির্দেশনা দেবেন।’
তিনি দায়িত্ব পালনের সময় নিহত হওয়া এক সাংবাদিক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য।
সাদিক কায়েম তার বক্তব্যে উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে। এখান থেকেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন