ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ম্যানুয়েল পদ্ধতিতেই ভোট গণনা চলবে: নির্বাচন কমিশন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:৫৯ পিএম
জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে।

ম্যানুয়েল পদ্ধতিতেই ভোট গণনা চলবে। সেই লক্ষ্যে টেবিল ও জনবল বাড়ানো হবে এবং আজকের মধ্যেই ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।  

এর আগে, বিকেল ৫টার পর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় ভোট গণনা। 

জানা যায়, ভোট গণনা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে একটি জরুরি বৈঠক চলছে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে প্রশাসন।

এদিকে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর গণনা কার্যক্রম শুরু হয়। তবে গণনা চলাকালীন কোনো কারণে তা বন্ধ করতে হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্তব্য এখনও আসেনি। পরিস্থিতি শান্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।