ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে জশনে জুলুসে ধর্মপ্রাণ মানুষের ঢল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০১:৪৭ পিএম
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস। ছবি- সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে আজ রাজধানীতে জশনে জুলুসে ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলসহ সমবেত হন হাজার হাজার মানুষ।  

এ ছাড়া রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন মাজার এবং মাদ্রাসার পক্ষ থেকে পল্টন ও প্রেসক্লাব এলাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়। বিভিন্ন মাজার ও খানকা থেকে আলাদা মিছিল নিয়ে ধর্মপ্রাণ মানুষ যুক্ত হয় এই জশনে জুলুসে।

চট্টগ্রামের ফটিকছড়ির আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া দরবার শরিফের একটি অংশ সৈয়দ মঈনুদ্দিন আহমদের বড় ছেলে সৈয়দ সাইফুদ্দিন আহমদ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবং ছোট ছেলে সৈয়দ শহিদ উদ্দিন আহমদের অনুসারীরা ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জশনে জুলুসের সমাবেশ করেছেন।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারীর নেতৃত্বে উৎসবমুখর এ আয়োজনে জাতীয় ও কালেমা খচিত পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন ভক্তরা। এ সময় মহানবী (সা.) এর স্মরণে বিভিন্ন নাতে রাসুল পরিবেশন করা হয়।

জুলুসটি সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট দিয়ে বের হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা হয়ে পুনরায় কালী মন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে শান্তি সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত রয়েছেন বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা, শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক-শিক্ষাবিদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অপরদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে আয়োজনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী আলোচক ড. আহসান উদ্দিন। সভাপতিত্ব করেন শহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। আলোচন ও সেমিনারে মহানবী (সা.) জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন আগতরা।