ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৩:০৬ পিএম
পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি-সংগৃহীত

২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান। উদ্বোধনী অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। দেশটির সংবাদমাধ্যম জিও সুপারের সূত্রে এই তথ্য জানা গেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব দলের অধিনায়করা উপস্থিত হয়ে ট্রফি গ্রহণ, সংবাদ সম্মেলন ও ফটোশুটে অংশ নেন। কিন্তু পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বা তাদের কোনো প্রতিনিধি ভারত সফরে যাবেন না।

এই সিদ্ধান্তের পেছনে আছে ভারত ও পাকিস্তানের মধ্যে 'ফিউশন ফর্মুলা' নামক একটি চুক্তি। এই চুক্তি অনুসারে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে আগামী তিন বছর পর্যন্ত ভারত বা পাকিস্তান কেউই একে অপরের দেশে আইসিসি টুর্নামেন্টে অংশ নেবে না।

ফলে, পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। যদি তারা সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনাল (২ নভেম্বর) পর্যন্ত পৌঁছায়, তাহলেও সেই ম্যাচগুলো কলম্বোতেই অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ২ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে।