ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

‘নিরবচ্ছিন্নভাবে চলবে জাকসুর ভোট গণনা’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৮:৫০ পিএম
গতকাল বৃহস্পতিবার রাত ১০ থেকে চলছে টানা ভোট গণনা। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাবি প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। প্রশাসন আশা প্রকাশ করেছে যে নির্বাচনের ফলাফল আজ রাতের মধ্যে ঘোষণা করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করে জানায়, ভোট গণনা প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলবে এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত থামানো হবে না। জাকসু নির্বাচন কমিশনও ভোট গণনার সুষ্ঠু ও স্বচ্ছ সমাপ্তি নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে।

এদিকে, আজ সকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ভোট গণনায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে এসে অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুঃখজনক ঘটনার কারণে নির্বাচনের চলমান কার্যক্রমে সাময়িক ধীরগতি লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটার ও সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এবং নির্বাচনে সহযোগিতা কামনা করেছে।

এই দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও প্রশাসন সকলেই শোকাহত। জান্নাতুল ফেরদৌসের মৃত্যু নির্বাচনের মধ্যেই ঘটায় ভোট গণনা ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে। প্রশাসন জানিয়েছে যে, এ ধরনের শোকাবহ পরিস্থিতি ভোট গণনার স্বচ্ছতা বা ফলাফল ঘোষণা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে, ভোট গণনা চলমান থাকবে এবং সকল প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষকে ফলাফল ঘোষণার সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নির্বাচনের সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করার পাশাপাশি প্রশাসন জনগণের বিভ্রান্তি রোধ এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনায় সকলকে অনুরোধ করেছে।