রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে ৩২২ জনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে এবার বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৪ নারী শিক্ষার্থী। যা রাকসুর দীর্ঘ ইতিহাসের প্রথম।
ভিপি ও জিএস পদে নারী প্রার্থী
ভিপি পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তাসিন খান। পাশাপাশি সিনেট সদস্য পদেও লড়ছেন তিনি। জিএস পদে রয়েছেন চারুকলা বিভাগের ২০১৮১-১৯ সেশনের শিক্ষার্থী পরমা পারমিতা, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আছিয়া খাতুন ও উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি ও ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফরিন জাহান এবং ২০১৯-২০ সেশনের নুসরাত জাহান নুপুর।
অন্যান্য সম্পাদকীয় পদে নারী প্রার্থী
এজিএস পদে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী জোটের জান্নাত আরা নওশিন (২০২১-২২) ও ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা (২০২০-২১), ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ছাত্রদল সমর্থিত নার্গিস খাতুন (২০১৯-২০)।
সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন সারাফ আনজুম বিভা (২০২১-২২), মহিলাবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদা আক্তার লাবনী (২০২১-২২), ছাত্রদল মনোনীত মোছা. স্বপ্না আক্তার (২০১৮-১৯), শিবির সমর্থিত সাইয়িদা হাফছা (২০১৯-২০), মোছা. সুমাইয়া মুস্তারিন মুন (২০১৯-২০), হেমা আক্তার ইভা (২০১৮-১৯), সামসাদ জাহান (২০১৯-২০) ও মোছা. নিশা আক্তার (২০২০-২১)।
সহকারী সম্পাদক (মহিলাবিষয়ক) পদে আছেন হাসনাহেনা বর্ষা (২০২০-২১), নুসরাত জাহান অহনা (২০২২-২৩), নাদিয়া হক (২০২২-২৩), জান্নাতুল ফেরদৌসি তৃষা জান্নাত (২০২০-২১), শ্রেয়সী রায় (২০২১-২২), শিবির মনোনীত সামিয়া জাহান (২০২০-২১), ফারহিন শবনম শায়ন্তি (২০২৪-২৫), নসরাত আফরিন (২০১৯-২০) এবং ছাত্রদল সমর্থিত নূসরাত ঈষিতা (২০১৯-২০)।
এ ছাড়া সহকারী সম্পাদক (পরিবেশ ও সমাজকল্যাণ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোছা. ইশিথা পারভিন তিথি (২০২০-২১) ও শিবির সমর্থিত মাসুমা ইসরাত মুমু (২০২২-২৩)।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তামান্না আক্তার (২০২২-২৩), মোছা. জান্নাতুন নাঈম তুহিনা (২০১৯-২০), ইউষা জান্নাত সোহা (২০২২-২৩), রেনেসা রাত্রী (২০২০-২১) ও তাহরিমা আক্তার (২০১৮-১৯)।
এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৩২২ জনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১৯ প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হিসেবে লড়ছেন।
এ ছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৬০ জন লড়বেন। এদিকে গত দুই দিনের যাচাইবাছাইয়ে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
নির্বাচনের কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট প্রার্থী হচ্ছেন ৩২২ জন।
ভিপি, জিএস, এজিএস বাদে অন্য পদের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, মহিলাবিষয়ক সম্পাদক ৭ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ১০ জন, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১০ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ০৬ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ০৮ জন, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন এবং সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়বেন।
এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ৫৫ প্রার্থী হিসেবে থাকবেন।