ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দুপুরে আটক, রাতে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৩০ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করে।

নিহত যুবকের নাম রনি মিয়া (৩০)। তিনি টাঙ্গাইল জেলার সদর থানার মীরের ব্যাতকা গ্রামের কালু মিয়ার ছেলে। রনি টঙ্গীর বড় দেওড়া পরান ম-লের টেক এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করতেন। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক বলে জানা যায়। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকার একটি সাবমারসিবল পাম্প ও পাম্পের পাইপ চুরির অভিযোগ এনে স্থানীয় লোকজন রনিকে আটক করে। পরে স্থানীয় সোহেল রানা ও নূরুল ইসলাম নামক দুই ব্যক্তি রনিকে টঙ্গী পশ্চিম থানায় গিয়ে পুলিশে হস্তান্তর করে। কয়েক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রনি থানার হাজতখানার টয়লেটে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তী সময়ে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি হারুন রশিদ বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।