ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

১১৮ উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:০৭ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মোট ১১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। শিক্ষা, ক্রীড়া, কৃষি, সড়ক ও সরকারি সেবা খাতের এসব প্রকল্প ইতোমধ্যেই জনজীবনে দৃশ্যমান পরিবর্তন নিয়ে এসেছে। সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে সড়ক নির্মাণ ও সংস্কার। দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া থেকে গাড়লগাতি পর্যন্ত কাঁচারাস্তা বর্ষাকালে জনদুর্ভোগের কারণ হলেও বর্তমানে তা পাকা হয়েছে।

শিক্ষা ও ক্রীড়া খাতেও এসেছে প্রাণচাঞ্চল্য। ৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে, ৪০০টি ফুটবল বিতরণ করে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানো হয়েছে। উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ বলেন, ‘ফুটবল পেয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ছে।’

কৃষক মুজাহার হোসেন এ বছর উপজেলা থেকে একটি স্প্রে মেশিন পেয়েছেন। তিনি জানান, ‘স্প্রে মেশিন পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি।’ শিল্পী খাতুন নামের একজন দুস্থ মহিলা বলেন, ‘উপজেলা থেকে সেলাই মেশিন পেয়ে এখন আমি অর্থ উপার্জন করে সন্তানদের লেখাপড়া করাতে পারছি।’

সরকারি দপ্তরের আধুনিকায়নেও অগ্রগতি হয়েছে। পুরাতন ও জরাজীর্ণ অফিসগুলো সংস্কার করে সেবা প্রদান আরও দ্রুত ও কার্যকর হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, ‘সংস্কারের পর অফিসের কার্যক্রম নির্বিঘেœ চালানো যাচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘জনগণের চাহিদা বিবেচনায় প্রকল্প নির্বাচন করেছি। স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে কাজগুলো সম্পন্ন হয়েছে। উল্লাপাড়ার মানুষ এখন উন্নয়নের সুফল পাচ্ছে।’