ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:২৪ এএম

ময়মনসিংহ নগরীর বড়বাজারের একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সুমন মিয়া (৩৩) নামের এক প্রাইভেট কার চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি নগরীর গরুখোয়ার মোড় এলাকায় স্ত্রীসহ দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। জানা যায়, নগরীর বড়বাজারের হিমেল হাওয়া নামে একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে গতকাল দুপুরে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ চালক সুমনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহতের মাথা, ঘাড় ও হাত অংশ থেতলে গিয়েছিল। কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ওপর থেকে পড়ে দুর্ঘটনার কারণেই সুমনের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।