ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

চালক নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:২৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কের তাজ অটো মিলের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। নিহত মাসুদ রানা চিচিরবন্দর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ফেরদৌস মোল্লা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কের তাজ অটো মিলের কাছে রংপুরগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পার্বতীপুরগামী (দিনাজপুর: হ-১৮-৯৩১৩ নম্বরের) ডিসকভার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। এতে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হলে তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি